মোহনীয় লুকে জয়া আহসান
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক
কারো কাছে ‘লাল গোলাপ’, কারো কাছে ‘রেড ভেলভেট’! ‘উফ’ এত মোহনীয় লুকে ধরা দিলে অনুরাগীরা কি আর থেমে থাকতে পারে? শীতের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় চোখ আটকে গেল চার ছবির কোলাজে। সে ছবি আর কারো নয়, জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জয়া আহসানের! তার দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। তাই তো অনুরাগীদের এমন মন্তব্যই জায়গা করে নিলো শুরুতেই! চার ছবির এই কোলাজে মোট আটটি ছবি ভাগ করে নেন জয়া আহসান। এদিন ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন। সঙ্গে আর তেমন কিছু নেই। অর্থাৎ, না পরেছেন ভারী জুয়েলারি, না ছিল অতিরিক্ত মেকআপ এর ছোঁয়া। খুবই ছিমছাম এই লুকে ভক্তদের চমকে দিতে জয়ার কাছে যেন ছিল মাত্র এক তুড়ির কাজ। ক্যাপশনে লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া’! মাঝে মাঝেই সাহসী অবতারে নিজেকে ধরা দিতে অভ্যস্ত জয়া। এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। সঙ্গে তার মোহনীয় লুকের অনেকগুলো পোজ। ফলস্বরূপ, নিজেদের ধরে রাখতে পারেননি তার ভক্ত-অনুরাগীরা; উত্তপ্ত অবস্থা তৈরি করায় তারাও বলছেন, ‘আগুন সব ছবি’।