ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

আবার যদি হয়...

আবার যদি হয়...

বেশ কয়েক বছর আগের কথা। তখন বাংলাদেশের সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ও মুক্তি পায়নি। তারও বেশ কিছুদিন আগে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে নিমন্ত্রিত ছিলেন শাকিব খান। একই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছিলেন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপা। যখন গানের পর্ব আসে তখন মঞ্চে আসেন শাকিব খান। একটি পর্যায়ে লুইপা’র সঙ্গেও কিছুটা গেয়ে উঠেন শাকিব খান।

শাকিব খান অভিনীত দর্শক সমাদৃত সিনেমা জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’র অ্যা-ু কিশোর ও কনকচাপার গাওয়া জনপ্রিয় গান ‘কী জাদু করেছো বলো না’ গানটি পরিবেশন করছিলেন লুইপা। লুইপার সঙ্গে একটু একটু গাইছিলেন শাকিব খানও। অনুষ্ঠানে উপচে পড়া দর্শক শাকিব খান ও লুইপার পারফর্ম্যান্স ভীষণ উচ্ছ্বাসের মধ্যদিয়ে উপভোগ করেছিলেন। লুইপাও জানান তার সঙ্গীত জীবনের সেই শোটি ছিল মনে রাখার মতো একটি শো। আবার যদি এমন হয় আরো উচ্ছ্বাস ও ভালোলাগা নিয়ে সেই অনুষ্ঠানে উপভোগ করবেন লুইপা। লুইপা বলেন, ‘শাকিব ভাই বাংলাদেশের সিনেমার সুপারস্টার। তার সিনেমা দেখার জন্য এখনো হলে যান দর্শক। তার অভিনীত সিনেমা বিশেষত প্রিয়তমা, তুফান আমি হলে গিয়ে দেখেছি। তার অভিনয়ে মুগ্ধ হয়েছি। সত্যি বলতে কী তার অভিনয়ে নিয়ে বলার মতো আমার আসলে কিছু নেই। তার অভিনয় সবারই ভালোলাগে।

তিনি এখন জাত অভিনেতায় পরিণত হয়েছে। তারসঙ্গে খুব কমই দেখা হয়েছে আমার।

তবে নারায়ণগঞ্জের শো’টি মনে রাখার মতো। আমার সঙ্গে তিনি মঞ্চে গেয়েছেন, আমাকে অনুপ্রেরণা দিয়েছেন-এটাই অনেক বড় কিছু। এমন আবার যদি হতো ভালোলাগতো। শাকিব ভাইয়ের জন্য অনেক অনেক শুভ কামনা। তার কাছ থেকে আমরা আরো ভালো ভালো গল্পের সিনেমা প্রত্যাশা করি।’ এদিকে নতুন বছরের শুরুতে অর্থাৎ গেলো ৪ জানুয়ারি শেরাটনে একটি শোতে গান গাওয়া দিয়ে নতুন বছরকে গানে গানে স্বাগত জানিয়েছেন লুইপা। এরপর তিনি স্পোর্টস এসোসিয়েসন, কেন্দ্রী কারাগার আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। আজ তিনি ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত