শোবিজের মিষ্টি হাসিখ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি একাধারে উপস্থাপক, মডেল এবং অভিনেত্রী। ২০০৬ সালে টিভি উপস্থাপনার মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর বেশকিছু বিজ্ঞাপনে কাজের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায় তাকে। ‘আয়নাবাজি’র মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন নাবিলা। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী। এতে চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। সেসময় তাদের রসায়নেও বেশ মুগ্ধ হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। নাবিলার দ্বিতীয় চলচ্চিত্র ‘১৯৭৫ অ্যান আনটোল্ড স্টোরি’। সবশেষ শাকিব খানের বিপরীতে ‘তুফান’ সিনেমায় দেখা যায় তাকে। এবার জানা গেল, ‘বনলতা সেন’র অপেক্ষায় প্রহর গুনছেন নাবিলা। এটি নির্মাণ করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। গণমাধ্যমে এ প্রসঙ্গে নাবিলা বলেন, সবাই জানে আমি খুব বেশি কাজ করি না। আমার বেশি ব্যস্ততা উপস্থাপনা নিয়ে, এখনো তাই। তবে এর মাঝে একটি সিনেমার কাজ শেষ করেছি আমি। সিনেমার নাম ‘বনলতা সেন’।