ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

জগজিৎ-চিত্রার গান ইউসুফ-লিজার কণ্ঠে যেন মধু ছড়ালো

জগজিৎ-চিত্রার গান ইউসুফ-লিজার কণ্ঠে যেন মধু ছড়ালো

বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী ইউসুফ আহমেদ খান ও সানিয়া সুলতানা লিজা। ইউসুফ সেরাকণ্ঠখ্যাত সঙ্গীতশিল্পী, লিজা ক্লোজআপ ওয়ানখ্যাত সঙ্গীতশিল্পী। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় তারা দুজন বিটিভিতে প্রচারিত একটি মৌলিক গানই গেয়েছেন একসঙ্গে। কখনো একসঙ্গে কোনো স্টেজ শোতেও তারাস সঙ্গীত পরিবেশন করার সুযোগ পাননি। এবারই প্রথম তারা দুজন একইমঞ্চে একসঙ্গে গান গাইবার সুযোগ পেলেন। গত ১৮ জানুয়ারি রাজধানীর পল্টনে ‘ব্যাংক এশিয়ার’ ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইউসুফ ও লিজা একইমঞ্চে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করার সুযোগ পান। মূলত অনুষ্ঠানে তারা দুজন জগজিৎ সিং ও চিত্রা সিংয়ের গজল গান পরিবেশন করেছেন। আয়োজকদের প্রবল আগ্রহেই মূলত ইউসুফ ও লিজাকে দিয়ে জগজিৎ ও চিত্রার গানগুলো গাওয়ানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত