যন্ত্রশিল্পী হিসেবে ইমন চৌধুরীর জাদুকরি হাত। সুরস্রষ্টা হিসেবেও চমক দেখিয়েছেন তিনি। সংগীতাঙ্গনে তার পরিচিতি ছিল ‘চিরকুটের ইমন’ হিসেবে। বছরখানেক হলো গানের দল চিরকুট ছেড়েছেন এই শিল্পী। সম্প্রতি গড়েছেন নতুন গানের দল। তিনি এখন বেঙ্গল সিম্ফনির। বছরখানেক হলো বিভিন্ন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে আসছিলেন নতুন এই দলের সদস্যরা। বোঝাপড়া পোক্ত হওয়ার পর দলটির নাম দেয়া হয় ‘বেঙ্গল সিম্ফনি’। গতকাল প্রকাশিত হয়েছে দলের প্রথম গান ‘ফুল নেয়া ভালো নয়’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী, গেয়েছেনও তিনি।
ইমন চৌধুরীর ইউটিউব চ্যানেলে গতকাল অবমুক্ত হয়েছে ‘ফুল নেয়া ভালো নয়’ গানটি। নতুন এই গান প্রসঙ্গে ফেসবুকে ইমন লিখেছেন, ‘ফুল নেয়া ভালো নয় মেয়ে/ফুল নিলে ফুল দিতে হয়/ফুলের মতন প্রাণ দিতে হয়’ লাইনগুলো
পল্লিকবি জসীমউদ্?দীনের। তার ‘হলুদ বরণী’ কাব্যগ্রন্থের ‘ফুল নেয়া ভালো নয়’ কবিতার।