ঢাকা মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মোশাররফ করিম ও মিমের : ‘শাদী মোবারক’

মোশাররফ করিম ও মিমের : ‘শাদী মোবারক’

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও মিম চৌধুরী অভিনীত বেশকিছু নাটক দর্শকের কাছে দারুণ গ্রহনযোগ্যতা পেয়েছে। সেসব নাটকের দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করেই পরিচালক শামীম জামান এবার মোশাররফ করিম ও মিম চৌধুরীকে নিয়ে নতুন ধারাবাহিক নাটক ‘শাদী মোবারক’-এর নির্মাণ কাজ শুরু করেছেন। নাটকটিতে মোশাররফ করিম ও মিম স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। নাটকটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন, জানালেন মিম চৌধুরী। মোশাররফ করিম বলেন, ‘মিম ভালো অভিনয় করে। আরো ভালো করার প্রবল চেষ্টা আর আগ্রহ আছে তার।’ মিম চৌধুরী বলেন, ‘মোশাররফ ভাই একজন ন্যাচারাল অ্যাক্টর। একজন এনার্জেটিক অভিনেতাই বলবো আমি। তারসঙ্গে অভিনয় করতে হলে বেশ সচেতন থাকতে হয়, সহশিল্পীকেও এনার্জেটিক হতে হয়। তা না হলে মোশাররফ ভাইয়ের সহশিল্পীর অভিনয় হয়ে উঠে না। তো ভাইয়ার সঙ্গে অভিনয় করাটা আমি সবসময়ই ভীষণ উপভোগ করি। আমি মনেকরি তিনি অভিনয় শেখার একটি প্রতিষ্ঠানও বটে। কারণ তিনি অভিনয় দুনিয়া সম্পর্কে এতো জানেন, যা আমাকে রীতিমতো বিস্মিত করে। শাদী মোবারক-এ আমরা দু’জন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছি। শামীম জামান ভাই নিঃসন্দেহে একজন গুণী অভিনেতা, নির্মাতাও বটে। ভীষণ খুঁতখুতে একজন পরিচালক। আমার ভীষণ ভালোলাগে তার নির্দেশনায় অভিনয় করতে। শাদী মোবারকের গল্পটা চমৎকার। আশা করছি ভালোলাগবে দর্শকের।’ মিম চৌধুরী জানান শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এদিকে মোশাররফ করিম ফজলুর কবির তুহিনের ‘বিলডাকিনি’ সিনেমায় প্রথমবার প্লে-ব্যাক করেছেন অর্থাৎ গান গেয়েছেন। ‘ভালো ভালো লাগে না’ এমন শিরোনোমর গানটির কথা ও সুর মোশাররফ করিমের। গানটি এরই মধ্যে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এদিকে এরই মধ্যে এসএটিভির প্রতিষ্ঠার একযুগে টানান তিনদিন সরাসরি মিউজিক্যাল শো’র উপস্থাপনা করেছেন মিম চৌধুরী। পাশপাশি তিনি গ্লোবাল টিভির সরাসরি গানের অনুষ্ঠানেরও উপস্থাপনা করছেন। আগামী ২৪ জানুয়ারি মিম কুমিল্লায় থাকবেন তার দাদা আলী আহমেদ চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে। মিমের বাবা মাসুদ পারভেজ চৌধুরী ও মা রূপা চৌধুরী। তার দাদাও বেঁচে নেই, দাদী খাদিজা বেগমও বেঁচে নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত