ঢাকা শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রিচির লাকি সেভেন

রিচির লাকি সেভেন

খুব সহজ সরল আর সুন্দর মনের একজন মানুষ রিচি। তাকে আমি আমার মেয়ের মতোই ভীষণ স্নেহ করি। তার বিশেষ একটি দিক আমি বলতে চাই, তা হলো-সিনিয়রদের জন্য তার পরম শ্রদ্ধাপূর্ণ আচরণ আমাকে মুগ্ধ করে। সত্যি বলতে কী, রিচিতো আমাদেরই মেয়ে। তার জন্মদিনে অনেক অনেক শুভ কামনা, দোয়া। আল্লাহ তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন।’ রিচির জন্মদিনে রিচি প্রসঙ্গে এমনই বলছিলেন দেশের জীবন্ত কিংবদন্তী অভিনেতা, নাট্যকার, নাট্যনির্দেশক আবুল হায়াত। দেশের জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান। এখনো ভালো গল্প পেলে তিনি অভিনয় করেন। এরই মধ্যে গত ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছে রাজধানীর উত্তরার তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’। এটা নিয়েই রিচির আপাতত ভীষণ ব্যস্ততা। তবে রিচির আজকের রিচি সোলায়মান হয়ে উঠার নেপথ্যে যে সাতজন মানুষের বিশেষ ভূমিকা ছিল তাদের কথা এই সময়ে এসে বিশেষভাবে স্মরণ করেছেন রিচি। তারা হলেন প্রয়াত অভিনেতা,পরিচালক বুলবুল আহমেদ, অভিনেতা-পরিচালক আবুল আয়াত, পরিচালক ফেরদৌস হাসান রানা, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেতা জাহিদ হাসান, তৌকীর আহমদে ও টনি ডায়েস। রিচির অভিনয় জীবনের শুরুতে তারা তার পাশে ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত