আমার একটা বদভ্যাস রয়েছে, সেটি হচ্ছে আমি খুব কাটখোট্টা টাইপের মানুষ। কোনো কাজ করে যদি ভালো না লাগে সরাসরি বলে দেই ‘কাজটি ভালো হয়নি’। এটি একটি ভালো কাজ হচ্ছে বলেই উপস্থাপনায় ফিরছি। এমন মন্তব্য করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তার উপস্থাপনায় ২৭ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। গতকাল বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাহসান এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাপী ৭৫টিরও বেশি দেশের মানুষের মন জয় করে বাংলাদেশে এসেছে শো-টি। প্রথমবারের মতো এমন একটি আন্তর্জাতিক শোতে আমি হোস্টিং করতে পেরে, অত্যন্ত সম্মানিত ও আনন্দিত।