অসংখ্য জনপ্রিয় সিনেমার নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা ভালোবেসে ডাকেন ঢালিউড কুইন। তবে বাবা চাননি অপু বিশ্বাস পৃথিবী মুখ দেখুক। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অপু। তিন ভাইবোনের পর জন্ম অপুর। সেকারণেই বাবা-মায়ের অনীহা ছিল তাকে পৃথিবীতে আনতে। আর কোনো সন্তানের জন্ম দিতে। অপু বলেন, ‘বাবা মা ওই সময় তো এতো বুঝতেন না। যতটুকু মার মুখে শোনা যে ৫ মাস পর হয়তো জানতে পেরেছেন যে আমি আসছি। তো তখন মা-বাবা চাচ্ছিলেন না। যেহেতু আমার তিন ভাইবোন অলরেডি ছিলেন।’