বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংদবন্তী সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর হাত ধরেই এনটিভিতে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘কিছু কথা কিছু গান’ এবং পরবর্তীতে বাংলাভিশনে ‘গানে গানে দেশে দেশে’ বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। তবে এই দুটি অনুষ্ঠানের কোনোটার সাথেই আপাতত আর সৈয়দ আব্দুল হাদীর কোনো সম্পৃক্ততা নেই। বিগত অর্ধ যুগেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ টেলিভিশনে এখনো প্রচার চলতি সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’র সাথেই সম্পৃক্ত আছেন। আধুনিক বাংলা গানের বিবর্তন নিয়ে এই অনুষ্ঠানে সবসময় প্রধান আলোচক হিসেবেই উপস্থিত থাকেন সৈয়দ আব্দুল হাদী। এখন শুধু এই একটি অনুষ্ঠানের সাথেই যুক্ত আছেন তিনি। সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আপাতত বিটিভির স্মৃতিময় গানগুলোর সাথেই সম্পৃক্ত আছি। যেহেতু আমি একজন সঙ্গীতশিল্পী, সারা জীবন গানই গেয়েছি। তাই গানের এই ধরনের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকতে ভালোলাগে। কারণ এখনতো বলা যায় অনেক অবসর সময়। এই অনুষ্ঠানে গেলে ভীষণ ভালোলাগে, অনেকের সেঙ্গ দেখা হয়, কথা হয়। গল্প করি, ভালোলাগে। সবচেয়ে বড় কথা অনেক স্মৃতিচারণ হয় এই স্মৃতিময় গানগুলো অনুষ্ঠানকে ঘিরে। বিগত অর্ধযুগেরও বেশি সময় ধরেই আছি এই অনুষ্ঠানের সাথে। এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সবার জন্য দোয়া রইলো।’ একজন সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে আজ থেকে দশ বছর আগে তাকে নিয়েই একটি বিশেষ গান করা হয়েছিল। গানটির শিরোনাম ছিল ‘তুমি ছুঁয়েছো নীলিমার নীল’। ওমর ফারুকের কথায় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদের সুর সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী, মুহিন, চম্পাসহ আরো বেশ কয়েকজন শিল্পী।