অভিনেত্রী ফারিন খান সিদ্ধান্ত নেন সদ্যবিদায়ী বছর ২০২৫ আলাদাভাবে সাজানোর। গুছিয়ে কাজের ইচ্ছা নিয়ে শুরু করেন পথচলা। সময়ও অভিনেত্রীর পক্ষে। দর্শক, সমাদর, পুরস্কার, প্রত্যাশিত কাজ তার দোরগোড়ায়। সব মিলিয়ে বছরের শুরুতেই জমিয়ে দিয়েছেন এ তারকা। ফারিনও তাই মনে করছেন। এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ফারিন বলেন, ‘বছরের শুরুটা শীতের মতোই জমে গেছে। ২০২৪-এ বলেছিলাম, ২০২৫ অন্যভাবে সাজাতে চাই। গুছিয়ে সুন্দরভাবে এগুতে চাই। সেভাবেই চলছি। ছয় মাসে একটি কাজ হোক অসুবিধা নেই তবে সেটা যেন ছয় যুগ মনে রাখার মতো হয়।’ ভালোবাসা দিবস উপলক্ষে ‘আজান’ নামের একটি কাজ শেষ করেছেন। এটি নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী। তিনি বলেন, ‘এটি আমার সেরা কাজগুলোর একটি হতে যাচ্ছে। গুণী নির্মাতাদের সঙ্গে আমার কাজ কম। এটা নিয়ে আক্ষেপ ছিল। ‘আজান’ সে আক্ষেপ মেটাবে বলে মনে হচ্ছে। আমরা দুই দিন রিহার্সাল করেছি, টিমের সঙ্গে পরিকল্পনা করেছি। সবার শতভাগ প্রচেষ্টা ছিল। আকবর হায়দার মুন্না ভাই গুণী পরিচালক। ইরফান সাজ্জাদ একজন গুণী অভিনয়শিল্পী। খুব আন্তরিকভাবে আমার সঙ্গে কাজটি করেছেন।’ অভিনেত্রী বলেন, ‘আমি খুব ছোট মানুষ। অভিনয়ের জায়গায় হয়তো দুর্বলতা আছে। তবে প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করছি। ‘আজানে’ এতগুলো গুণী মানুষের সঙ্গে তাল মেলাতে পারাটা চ্যালেঞ্জ ছিল। কেননা দশ জনের মধ্যে একজন দুর্বল হলে সে চিন্তায় থাকে। মনে মনে ভাবে আসলেই কি বৈতরণী পার হতে পারবে। আমিও এরকম চিন্তায় ছিলাম। তাই নিজের দায়িত্ববোধের জায়গা থেকে চাপ নিচ্ছিলাম।’