ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গায়িকাদের মধ্যে সাথী খানই প্রথম

গায়িকাদের মধ্যে সাথী খানই প্রথম

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অনেক গায়ক-গায়িকাদেরই নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। তারা নিজেদের মৌলিক গান, কাভার করা গান, স্টেজ শোসহ অন্যান্য আনুষঙ্গিক আরো নানান ধরনের ভিডিও সেসব চ্যানেলে প্রকাশ করে থাকেন। আবার কেউ কেউ শুধুই গানই প্রকাশ করে থাকেন। এই প্রজন্মের গায়কদের মধ্যে বেশ কয়েকজন-এর ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ সাবস্ক্রাইবার আছে। তবে বাংলাদেশে গায়িকাদের মধ্যে এই প্রজন্মের আলোচিত শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সাথী খানই প্রথম যিনি শুধু মৌলিক গান প্রকাশ করেই নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘সাথী খানের এক মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছেন। গত ২৬ জানুয়ারি বিকালে ‘সাথী খান’ ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাথী খান। কারণ ২০২২ সালের ১১ অক্টোবর চালু করা ‘সাথী খান’ ইউটিউব চ্যানেলেটির জন্য সাথী দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। নিজের সংসার, দুই সন্তানকে দেখার পাশাপাশি তিনি তার এই চ্যানেল নিয়ে ভীষণ মনোযোগী ছিলেন। নতুন নতুন মৌলিক গান প্রকাশে যেমন তার সজাগ দৃষ্টি ছিল, ঠিক তেমনি অন্য চ্যানেলের জন্যও মৌলিক গান প্রকাশে তার আগ্রহ ছিলো। যে কারণে গত প্রায় আড়াই বছরে সাথী খান একজন সঙ্গীতশিল্পী হিসেবে শ্রোতা দর্শকের মধ্যে এক অন্য জায়গায় চলে এসেছেন। নিজের চ্যানেলের এমন অবস্থানে চলে আসা প্রসঙ্গে সাথী খান বলেন, ‘বলা যায় অনেক স্বপ্ন, আশাকে বুকে লালন করেই এই সাথী খান চ্যানেলে যাত্রা শুরু করেছিলাম। আমাকে সবসময়ই পরামর্শ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জুয়েল মোর্শেদ ভাই। চেষ্টা করেছি প্রতি নিয়ত নতুন নতুন গান প্রকাশ করতে। সেই সাথে নিজে অনেক কষ্ট করেছি। আমার স্বামীও আমাকে ভীষণ অনুপ্রেরণা দিয়েছে। সত্যি বলতে কী আমার শুভাকাঙ্ক্ষীরা সবসময়ই চাইতো আমার চ্যানেলটি যেন এমন একটি পর্যায়ে যায় যেন এই চ্যানেলই যেন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত