বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় নন্দিত অভিনেতা জিয়াউল ফারুখ অপূর্ব ও দর্শক সমাদৃত নাট্যনির্মাতা, রচয়িতা জাকারিয়া সৌখিনের মধ্যে একটা দারুণ ক্যামিস্ট্রি রয়েছে। দুজনের মধ্যে কাজের বোঝাপড়াটা যেমন চমৎকার ঠিক তেমনি দুজনের একসঙ্গের কাজগুলোও দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দর্শকের জন্য তাই অপূর্ব ও সৌখিন আগামী ভালোবাসা দিবসে হাজির হচ্ছেন নতুন নাটক নিয়ে। নাটকের নাম ‘মন দুয়ারী’। এই নাটকে প্রথমবার অপূর্বর বিপরীতে অভিনয় করার সৌভাগ্য হলো হালের ক্রেজ নাজনীন নাহার নীহা। যিনি এরইমধ্যে বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অনবদ্য অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। নীহার নতুন নাটকের জন্য দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করেন। তাই অপূর্বর কোটি কোটি ভক্ত দর্শক এবং নীহার অগণিত ভক্তরা এবার ভালোবাসা দিবসটা উপভোগ করবেন বেশ ভালোভাবেই ‘মন দুয়ারী’র দেখার মধ্যদিয়ে। সৌখিন জানান, আগামী ভালোবাসা দিবসে নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। নাটকটির গল্প প্রসঙ্গে সৌখিন বলেন, ‘পারিবারিক সম্পর্ক এবং প্রেমের গল্পের ওপর নির্মিত হয়েছে নাটকটি। গল্পে দেখা যাবে, অপূর্ব নিউ ইয়র্ক থেকে দেশে এসেছেন তার দাদিকে নিয়ে যেতে। কিন্তু পরিবারের লোকজন বাঁধা হয়ে দাঁড়ায়। এদিকে মিষ্টি এবং দুষ্টু মেয়ে নিহার সঙ্গে অপূর্বর পরিচয় হয়। দু’জন ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়ায়। আর মিষ্টি মেয়ে নিহা অপূর্বর মনের সকল বন্ধ দুয়ার খুলে দেয়। তাই সে মেয়েয়টির নাম রাখে ‘মন-দুয়ারী’। নাটকটি প্রসঙ্গ অপূর্ব বলেন, ‘বেশ বড় আয়োজনের মধ্যদিয়ে দীর্ঘ ১৩ দিনে আমরা এই নাটকের শুটিং করেছি। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছে।
চরিত্রের জন্য আমি আমার মাথার চুল অনেক ছোট করে ফেলেছিলাম। আমার কাছে মনে হচ্ছিলো যে, এই নাটকের চরিত্র ফুটিয়ে তোলার জন্য আমার যা যা করা প্রয়োজন আমার করতে হবে। সৌখিনের যেমন আমার উপর আস্থা আছে, আমারও ঠিক তাই। আমি ভীষণ আশাবাদী নাটকটি নিয়ে। আর নীহার মধ্যে অভিনয় শেখার আগ্রহটা প্রবল, এটাই অনেক বড় বিষয়। এই নাটকে নীহা কতোটা ভালো করেছে তা নাটকটি দেখলেই দর্শক অনুভব করতে পারবেন।’ নীহা বলেন, ‘আমরা যারা এই প্রজন্মের তাদের প্রত্যেকেরই স্বপ্ন অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে, তাতে যে আমি কতোটা খুশী বুঝাতে পারবো না। অপূর্ব ভাইয়া, সৌখিন ভাইয়া দুজনই আমাকে অভিনয়ের ব্যাপারে ভীষণ সহযোগিতা করেছেন। কী যে ভীষণ অপেক্ষায় আছি মন দুয়ারী প্রচারের এটা আসলে বলে বুঝানোর মতো নয়।’ এই নাটকের শুটিং হয়েছে ঢাকার নবাবগঞ্জ এবং রাজশাহীতে। নাটকে আরো অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান বাচ্চু, শফিউল আলম বাবু, মিলি মুন্সী, শারমীন সুলতানা শর্মী, রাইসা প্রমুখ। নাটকে গান থাকছে দুটি। সোমেশ্বর অলীর কথায় একটি গান সুর-সংগীত করেছেন সাজিদ সরকার, গেয়েছেন মাহতিম সাকিব এবং অবন্তী সিঁথি।