দুই বাংলায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। গত বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় ‘ও অভাগী’ সিনেমায় অভাগী চরিত্রে অভিনয় করেন মিথিলা। একই বছর গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজলরেখা’ সিনেমায় কঙ্কনদাসী চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা কুড়ান তিনি। এবার আগামী ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে তার নতুন সিনেমা ‘জলে জ্বলে তারা’। সিনেমাটি নিয়ে তিনি যেমন আশাবাদী, তেমনি দর্শকদেরও এটি নিয়ে রয়েছে নানা কৌতূহল। এতে মিথিলার বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন এফএস নাঈম। ২০২০-২১ অর্থ বছরে সিনেমাটি অনুদান পেলেও চার বছর আগেই মাত্র তিন সপ্তাহে ছবিটির শুটিং শেষ হয়। সিনেমার কাজ শেষ হলে একাধিকবার মুক্তির তারিখ ঠিক করা হয়। তবে নানা কারণে পরবর্তীতে মুক্তি পায়নি। অবশেষে এবার মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এটি একটি রোমান্টিক গল্প হওয়ায় ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি দেয়ার কথা ভেবেছেন নির্মাতা অরুণ চৌধুরী। তিনি এ বিষয়ে বলেন, দর্শক পর্দায় প্রথমবার নাঈমণ্ডমিথিলার রসায়নদেখবে। রোমান্টিক মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন। ছবি প্রসঙ্গে মিথিলা বলেন, ‘জলে জ্বলে তারা’ সিনেমায় আমি নদী পাড়ের একজন মেয়ে। নদীর পাড়ে সার্কাস দেখাই, যার কিছুই নেই। একেবারেই অন্যরকম গল্প, ভিন্ন একটি চরিত্র। এমন গল্পে ও চরিত্রে কখনো আমাকে দেখা যায়নি। শুটিং করেছি কালিগঙ্গা নদীর পাড়ে। এছাড়া নৌকার দৃশ্যগুলো চ্যালেঞ্জিং ছিল। এমনকি তার চরিত্রটাও নিজের মধ্যে ধারণ করাটা কঠিন ছিল। ছবিটিতে আরো অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।