মায়ের পথে হাঁটছেন ন্যান্সিকন্যা রোদেলা। এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে তার গান ও গায়কী। নতুন খবর হলো, এবার মায়ের গানে মডেল হচ্ছেন মেয়ে। ন্যান্সি জানান, মিউজিক ভিডিওর পরিকল্পনা এসেছে রোদেলা ও ইব্রাহিম মাহাদির কাছ থেকে। তাদের উদ্যোগেই ভিডিওটি তৈরি হয়েছে। তারকা শিল্পীদের নিয়ে ভালো মানের একটি ভিডিও তৈরি করাও বেশ ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে রোদেলা ও মাহাদি গানটির ভিডিও করার উদ্যোগ নেয়। গানটি লিখেছেন গুঞ্জন রহমান। ‘তোমারই আছি’ শিরোনামের গানটির কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। চলতি মাসে ন্যান্সির ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে। ন্যান্সিকন্যা রোদেলা নিজেও গানের চর্চা করেন, পাশাপাশি নাচে তালিম নিয়েছেন।