ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

গানে গানেই মঞ্চ মাতাতে চান তারা

গানে গানেই মঞ্চ মাতাতে চান তারা

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের বেশ কয়েকজন শিল্পী স্টেজ শোর এই মৌসুমে স্টেজ শোতে বেশ মেতে উঠেছেন। তবে সবাই নন। এখনো স্টেজ শো আগের মতো জমে উঠেনি। তবে শিল্পীরা সবাই স্টেজ শোতেই নিজেদেরকে বেশি ব্যস্ত রাখতে চান। কারণ স্টেজ শো দিয়েই শিল্পীরা অর্থ উপার্জন করেন। শুধু মৌলিক গানে ভয়েজ দিয়ে বা কাভার সং করে শিল্পীদের জীবিকা নির্বাহ করা সম্ভব নয়। গায়ক সাব্বির জামান বলেন, ‘এটা সত্যি একজন শিল্পী নিজেকে খুঁজে পায় স্টেজ শোতে। তাই স্টেজ শোর মৌসুমে শিল্পী চান স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করতে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত