দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে অভিনয় জীবনের পথচলায় রোমান্টিক অনেক গল্পের নাটকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন ভিন্ন ঘরানার গল্পে বহু চ্যালেঞ্জিং চরিত্রেও। নাটকে অভিনয় করেই মেহজাবীন চৌধুরী বছরের পর বছর দর্শকের ভালোবাসায় তিনি পরিণত হয়েছেন বাংলাদেশের নাটকের সুপারস্টার। আর সর্বশেষ গত বছরের শেষপ্রান্তে শঙ্খদাস গুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমায় নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসায় নিজেকে সিক্ত করেছেন। শুধু তাই নয়, মেহজাবীনের অভিনয়ে মুগ্ধ হয়ে অনেকেই বলেছেন ‘মালতী’ চরিত্রে অভিনয়ের জন্য মেহজাবীন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয়তো পেয়েও যেতে পারেন। সেটা অবশ্য সময়ের ব্যাপার। আরেকটি বিষয় বিশেষত উল্লেখযোগ্য, মেহজাবীন যখন নতুন ছিলেন তখন তিনি সেই সময়ের স্টার, সুপারস্টার অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। পরবর্তীতে তিনিও নবাগত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন ভালো ভালো গল্পে। তাদের অনুপ্রেরণা দিয়েছেন যাদের বেশ কয়েকজন আজ প্রতিষ্ঠিত। সেই ধারাবাহিকতায় এবার মেহজাবীন বর্তমান সময়ের নবাগত অভিনেতা রেহানের সঙ্গেও অভিনয় করেছেন। মেহজাবীনের মতো একজন গুণী, মেধাবী অভিনেত্রীর সঙ্গে প্রথমবার কোনো ওয়েব ফিল্মে অভিনয় করার সুযোগ পেলেন ফররুখ আহমেদ রেহান। এটা রেহানের জন্য এই সময়ে ভীষণ সৌভাগ্যের বিষয়। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে প্রথমবার মেহজাবীনের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন রেহান। আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসছে ‘নীল সুখ’। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নীল সুখ কাজটি করতে গিয়ে আমি গল্পটা এবং আমার চরিত্রটি আমি ভীষণ উপভোগ করেছি। ভালোবাসা দিবসে প্রচারে এলেও এই কাজটি রোমান্টিক গল্পের হলেও এতে ভিন্নতা আছে। এটা একটা অন্যরকম ভালোবাসার গল্প। যারা একটু ভিন্ন ধাঁচের গল্প দেখতে আগ্রহী এই গল্পটা তাদের জন্য। সত্যি বলতে কী ওটিটিতে গল্প বলার স্বাধীনতাটা থাকে। যে কারণে ওটিটিতে কাজ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করে সবাই। আর রেহান ভাইয়া চেষ্টা করেছেন ভালো অভিনয় করার।