ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মুস্তাফা তারিক হাদীর গল্পভাবনা ও নির্মাণে ‘কে সে’?! ‘কে সে?’ ভালোবাসা, দুঃখ ও বিষণ্ণতার গল্প! ‘কে সে?’ নামের ফিকশনটি চিত্রায়িত হয় ঢাকার দক্ষিণখানের নোঙ্গর শ্যুটিং হাউজে। রাইয়ান খানের প্রযোজনায়, তাসফিয়া মেঘলার চিত্রনাট্যে, সিনেমাটোগ্রাফিতে ছিলেন বুলবুল আহমেদ। জুলফিকার আলীর সহ-পরিচালনায় ফিকশনটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- প্রান্ত দস্তিদার, রেহনুমা আলম ঐশী, আযম খান, শেখ স্বপ্না, মেধা নাসের প্রমুখ। নির্মাতা সূত্রে জানা যায় ভালোবাসা দিবসের এই ফিকশনটি পাওয়া যাবে Moonlight Entertainmet ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।