২০০৬ সাল থেকে প্রতি বছরই আমেরিকায় যান চিত্রনায়িকা শাহনূর। প্রতি বছরই তিনি বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতেই আমেরিকায় যান। তবে ২০২৩ ও ২০২৪ সালে তিনি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহন করার জন্যই তিনি আমেরিকা গিয়েছিলেন। মূলত ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের ব্র্যা- অ্যাম্বাসেডর হিসেবেই কাজ করতে পরপর দুই বছর আমেরিকায় যান শাহনূর। সেই ধারাবাহিকতায় গত বছরও তিনি একই কাজে আমেরিকায় যান। এখনো সেখানেই আছেন তিনি। এরই মধ্যে শাহনূর জানালেন তার অভিনীত দেশের প্রথম প্রোয়েট্রিক সিনেমা ‘বৃষ্টিতে আর জল নেই’ শিগগিরই আমেরিকায় মুক্তি পাবার কথা রয়েছে। পাভেল আল মামুনের চিত্রনাট্যে আমির পারভেজ পরিচালিত এই সিনেমাটি আমেরিকায় মুক্তি দেবার প্রস্তুতি নিচ্ছে সিনেমাটির প্রযোজকসহ সংশ্লিষ্ট অন্যান্যরা। এদিকে আজ শাহনূরের জন্মদিন। তবে এবারের জন্মদিনে দেশে না থাকায় তার মনটাও ভীষণ খারাপ। কারণ বাবার মৃত্যুর পর সাধারণত জন্মদিনটা মায়ের সঙ্গেই উদযাপন করতেন শাহনূর। কিন্তু এই মুহূর্তে আমেরিকায় থাকায় সেই সুযোগটিও আর নেই। তবে শাহনূর জানান, ‘বৃষ্টিতে আর জল নেই’র প্রদর্শনীর পরপরই তার দেশে ফেরার ইচ্ছে রয়েছে। শাহনূর বলেন, ‘এবার আমি মূলত আমেরিকায় এসেছিলাম ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের ব্র্যা- অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে। এখনো ঠিক তাদের হয়েউ কাজ করছি। এর মধ্যে সিটি অব পেটারসন থেকে মেয়র স্বাক্ষরিত বাংলাদেশে এবং আমেরিকায় সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিবেদিত হয়ে যুক্ত থাকার জন্য আমাকে সম্মাননা প্রদান করা হয়েছে।