দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির সুপারস্টার অভিনেত্রী কাজল আগারওয়াল। পর্দায় তার উপস্থিতি সবসময়ই দর্শকের জন্য উপভোগ্য। বহু হিট সিনেমা উপহার দিয়ে জয় করে নিয়েছেন জনপ্রিয়তার শীর্ষস্থান। তারই ফল স্বরূপ এ বছর বহুল প্রতীক্ষিত দুটি সিনেমা দিয়ে পর্দায় ফিরতে চলেছেন এই সুন্দরী। চলতি বছরের মার্চে মুক্তি পেতে চলেছে এ আর মুরুগাদস পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিকান্দার’। এই ছবিতে বলিউড সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। বিরতির পর বড় পর্দায় কাজলের এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ‘সিকান্দার’ ছবির গল্প এক সাহসী যুবকের লড়াই নিয়ে। অন্যায়ের জালে বন্দি একটি দেশে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য ক্ষমতাশালী দুর্নীতির নেটওয়ার্কের মুখোমুখি হয় সেই যুবক। প্রচলিত নিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়বিচারের জন্য সংগ্রাম করতে গিয়ে তার জীবনে আসে প্রেম, যা গল্পকে আরও রোমাঞ্চকর করে তোলে।