ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

নচিকেতা ঘোষের গান গাইলেন তিন্নি

নচিকেতা ঘোষের গান গাইলেন তিন্নি

নচিকেতা ঘোষ ছিলেন ভারতের অন্যতম প্রশংসিত সঙ্গীত পরিচালক এবং সুরকার। তিনি মূলত বাংলা, হিন্দি ও ওড়িয়া ভাষায় গীত রচনা করেন। তিনি চলচ্চিত্রের গানসহ বাংলা আধুনিক গানকে এক নতুন মাত্রায় নিয়ে গেছেন। তিনি একজন চমৎকার গায়কও ছিলেন এবং গ্রামোফোনে একক কণ্ঠে তার গান বের হয়েছিল। তার পিতা ড. সনৎকুমার ঘোষ ছিলেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক। সনৎ বাবু একজন স্বর্ণপদকপ্রাপ্ত ডাক্তার। পিতা চাইতেন তার বড় ছেলে নচিকেতা ঘোষ ডাক্তারি পড়াশোনা করুক। নচিকেতা ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাধাগোবিন্দ কর মেডিকেল কলেজ (আর জি কর কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। কিন্তু চিকিৎসাকে তিনি পেশা হিসাবে নিতে আগ্রহী ছিলেন না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত