ভালোবাসা দিবসে এবার যতো নাটক প্রচারে এসেছে এবং প্রচারে আসার আগে যতো নাটক দর্শকের কাছে আলোচনায় ছিল তারমধ্যে অপূর্ব নীহা অভিনীত ‘মন দুয়ারী’ নাটকই ছিল সবদিক দিয়ে আলোচনায়। প্রধানত দুটি কারণ। এক, প্রথমবার এই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা।
দ্বিতীয়ত নাটকটি নির্মাণ করেছেন বাংলাদেশে এই সময়ে রোমান্টিক গল্পের নাটক নির্মাণে অন্যতম একজন সেরা নির্মাতা জাকারিয়া সৌখিন। ‘মন দুয়ারীর জন্য দর্শকের যেন অপেক্ষা আর সহ্যই হচ্ছিলো না। কারণ সবাই মনে করেছিলেন যে ‘মন দুয়ারী’ প্রচারে আসবে ভালোবাসা দিবসে। কিন্তু ভালোবাসা দিবসের চার দিন পর অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি ‘সিএমভি’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে নাটকটি। নাটকটি প্রকাশের পর এই নাটক নিয়ে দর্শকের মধ্যে বেশ হৈ চৈ পড়ে যায়। কারণ নাটকের গল্প, নাটকের লোকেশন, নাটকে বিশেষত অপূর্বের অন্যরকম উপস্থিতি এবং বিগত দিনে নাজনীন নীহা যতো নাটকে অভিনয় করেছেন তারমধ্যে ‘মন দুয়ারীতে সেরা পারফর্র্ম্যান্স, নাটকের সংলাপ, ব্যাকগ্রাউ- মিউজিক, দিলারা জামানসহ নাটকের অন্যান্য শিল্পীর অভিনয়-সবমিলিয়ে যেন মন দুয়ারী’ হয়ে উঠেছে দর্শকের কাছে ভীষণ ভালোলাগার এক নাটক।