ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

শুভ জন্মদিন ফারহানা মিলি

শুভ জন্মদিন ফারহানা মিলি

একটি সিনেমা’তে অভিনয় করেই যিনি এ দেশের কোটি কোটি সিনেমাপ্রেমী দর্শকের মনে নিজের নামটি গেঁথে রেখেছিলেন সেই তিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষাথী, ঢাকার নবাবগঞ্জের মেয়ে নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় পরী’ চরিত্রে অনবদ্য অভিনয় করে যিনি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা দিয়েই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তীতে আর কোনো সিনেমাতে অভিনয় না করলেও এই এক ‘মনপুরা’ সিনেমার কারণেই দর্শক তাকে বিশেষভাবে মনে রেখেছে। কারণ ‘মনপুরা’ শুধু শহর নগর কেন্দ্রিক সিনেমা হলগুলোতেই দর্শকের উপচেপড়া ভিড় ছিল না। গ্রামে-গঞ্জের সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল। যে কারণে সিনেমাটি ছিল একটি ব্যবসা সফল মাইলফলক সিনেমা। এখনো অনেকেই দৃষ্টান্ত স্বরূপ ‘মনপুরা’ সিনেমার কথা প্রাসঙ্গিকভাবে টেনে আনেন। সিনেমাটিতে ফারহানা মিলির বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। মনপুরা’তে অভিনয়ের আগে যেমন ফারহানা মিলি নাটকে অভিনয় করেছিলেন। মনপুরা’তে অভিনয়ের পরেও তিনি নাটকে অভিনয় করেছিলেন। তবে বিগত বেশকিছু দিন ধরে মিলি নাটকে অভিনয় করা থেকে একটু দূরেই আছেন বলা যায়। আপাতত তিনি নাটকে অভিনয় করছেন না। এদিকে আজ ফারহানা মিলি’র জন্মদিন। জন্মদিনটি পরিবারের সাথেই উদযাপন করবেন তিনি। তার একমাত্র ভাই বিপুল কিছুদিন আগে কানাডায় চলে গেছেন। এবারের জন্মদিনে ভাইকে মিস করবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত