ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

দৃষ্টিহীন মানুষের সিনেমা দেখার সুযোগ!

দৃষ্টিহীন মানুষের সিনেমা দেখার সুযোগ!

শিরোনামটি একইসঙ্গে অবিশ্বাস্য ও ভূয়সী প্রশংসার। কারণ, দৃষ্টিহীন মানুষগুলোকে নিয়ে এভাবে খুব একটা ভাবা হয় না। বিশেষ করে মূল ধারার কোনও সিনেমা বা সিরিজ দেখানোর উদ্যোগ তো দেখাই যায় না। সেই পরিস্থিতিতে নতুন খবর এলো প্রশংসিত সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পক্ষ থেকে। সবার ভাষা এক নয়। কারও কাছে দৃশ্যটাই ভাষা।

কারও কাছে দৃশ্যভাষা বলে কিছু নেই, শব্দটাই তার সব। দৃষ্টি প্রতিবন্ধীদের কাছে দৃশ্য থেকে ভাষা উৎসারিত হয় না বরং তারা শব্দকে অনুসরণ করে দৃশ্য তৈরি করেন অন্তর জগতে। ভাষার মাসে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা নিয়ে সচেতনতা বাড়াতে এবং সবার ভাষার প্রতি সম্মান জানাতে বিশেষ ক্যাম্পেইনিং শুরু করেছে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ভাষার মাস উপলক্ষে দৃষ্টিপ্রতিবন্ধীদের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ উপভোগের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠান দুটি।

অডিও ডেসক্রিপশন বা ধারাবর্ণনার মাধ্যমে সিনেমাটি উপভোগ করতে পারবেন তারা। গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দৃষ্টিহীনদের জন্য। ভার্সনটি ২১ থেকে আজ ২৩ ফেব্রুয়ারি ফ্রি-তে উপভোগ করা যাবে মাইজিপি অ্যাপে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত