ঢাকা রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

উন্মুক্ত হলো ‘মেঘমালা দ্বীপ এ রহস্য’-র ট্রেইলার!

উন্মুক্ত হলো ‘মেঘমালা দ্বীপ এ রহস্য’-র ট্রেইলার!

আসন্ন ঈদকে কেন্দ্র টেকনাফের শাহপরীর দ্বীপের মনোরম দৃশ্যে চিত্রায়িত হয়েছে ‘মেঘমালা দ্বীপ এ রহস্য’ নামের একটি ওয়েব ফিল্ম। শাহপরীর দ্বীপের মনোরম লোকেশনে এই প্রথম কোন পূর্ণাঙ্গ ওয়েব ফিল্ম চিত্রায়িত হয়। থ্রিলার, সাসপেন্স ঘরানার পাশাপাশি এই ওয়েব ফিল্মে রয়েছে রোমান্টিকতায় ভরপুর। ‘মেঘমালা দ্বীপ এ রহস্যের গল্পে দেখা যাবে তিন তরুণী ও পাঁচ যুবক এই দ্বীপে ঘুরতে যায়। এর পর তাদের সঙ্গে ঘটতে থাকে রহস্যময় সব ঘটনা। মুস্তাফা তারিক হাদীর নির্মাণে এই ওয়েব ফিল্মটি মুনলাইট এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। ভালোবাসা দিবস উপলক্ষে আগে রিলিজ হয় ওয়েব ফিল্মটির ট্রেইলার। সিনেমাটোগ্রাফিতে রফিক মোহাম্মদ এবং জুলফিকার আলীর সহপরিচালনায় ওয়েব ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শতাব্দী ওয়াদুদ, রুকাইয়া জাহান চমক, জোনায়েদ বোগদাদী, ফেরদৌসী তানভীর ইচ্ছা, সৈকত ইসলাম, নিধীকা জাকিয়া, মৃন্ময় অমিত, রাফী জামান, সাগর মৈত্রী, আতিক পিয়াল, পরাগ, অথৈ বাড়ৈ প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত