ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

দুই দশকেরও বেশি সময় ধরে নোবেল

দুই দশকেরও বেশি সময় ধরে নোবেল

আদিল হোসেন নোবেল, দেশের সর্বজন স্বীকৃত নাম্বার ওয়ান পারফর্মার। খুউব সাধারণভাবে বলতে গেলে যাকে আমরা দেশের নাম্বার ওয়ান মডেল হিসেবেই চিনি জানি। স্টেজ, টেলিভিশন, বিজ্ঞাপন এবং অভিনয়ে বিগত তিন দশকেরও বেশি সময় ধরে যিনি এ দেশের কোটি কোটি দর্শকের মাঝে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন।

এতোটা বছর পরে এসেও মডেল হিসেবে কারো নাম নিতে গেলে একজন আদর্শ মডেল হিসেবে কিংবা মডেলিং জগতের সেরা নাম হিসেবে নোবেলর নামটিই আসে সবার আগে। বহু বছর ধরেই তিনি তার নিজেবে যথযাথভাবে মেইনটেইন করে আসছেন বলেই আজও তিনি তার অবস্থানে অটুট আছেন। বিজ্ঞাপনের মডেল হিসেবে আগের মতো একের পর এক কাজ যে করছেন এমনটি নয়। আবার সাম্প্রতিক সময়ে এসে তাকে অভিনয়েও দেখা যাচ্ছে না। সবমিলিয়ে ভিজ্যুয়াল মিডিয়ায় নোবেলের উপস্থিতি খুউব বেশি নেই। কিন্তু তারপরেও নোবেলে দেশের নাম্বার ওয়ান মডেল বা পারফর্মার। মাঝে মাঝে কিছু কাজ করেন যা নোবেল ছাড়া ভাবাই সম্ভব নয়।

ঠিক তেমনটাই কখনো ভাবেনা দেশের খ্যাতনামা ফ্যাশন হাউজ ‘ইনফিনিটি’। বিগত দুই দশকেরও বেশি সময় ধরে টানা শুধু এই ফ্যাশন হাউজেরই কাজ করে যাচ্ছেন তিনি। মাঝে অনেক ফ্যাশন হাউজেরই কাজ এসেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত