ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বিয়ে করলেন শাকিলা পারভীন

বিয়ে করলেন শাকিলা পারভীন

দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন বিমান বাংলাদেশের কেবিন ক্রু আরবিন খান সোহানকে বিয়ে করেছেন। গত ২৩ ফেব্রুয়ারি মূলত শাকিলা পারভীন ও আরবিন খান সোহানের অ্যানগেজম্যান্ট হবার কথা ছিল। কিন্তু শাকিলার বাবা দীর্ঘদিন ধরেই ভীষণ অসুস্থ। তাই তার বাবার দিকটা বিবেচনা করেই পাত্র পক্ষ ২৩ ফেব্রুয়ারি অনকেটা হঠাৎ করেই আকদ করে ফেলেন। শাকিলা পারভীন ও আরবিন সোহানের পরিচয় দীর্ঘ আট বছর ধরে। দুইজন দুইজনকে জানতেন চিনতেন ভালোবাসতেন। সেই ভালোলাগা থেকেই দুজন হয়ে গেলেন দুজনার। আরবিন সোহানকে স্বামী হিসেবে পেয়ে ভীষণ খুশি শাকিলা পারভীন।

শাকিলা পারভীন বলেন, ‘মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে জীবনসঙ্গী হিসেবে আরবিনকে আমার জীবনের সঙ্গে সম্পৃক্ত করেছেন। আমি যে সত্যিই কতোটা খুশি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন ভালো রাাখেন আর আমরা যেন সুখে দুঃখে সারাটি জীবন একসঙ্গে কাটিয়ে দিতে পারি। আারবিন খুব ভালো মনের একজন মানুষ। আমাকে খুব বুঝে। এমন মানুষ অনেকেরই আরাধনার। আমিও তাকে অনেক আরাধনা করেই পেয়েছি।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত