ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মারা গেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জ্বন

মারা গেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জ্বন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজ্বয়ী পরিচালক ও ‘মেঘমল্লার’ নির্মাতা জাহিদুর রহিম অঞ্জ্বন (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল (সোমবার) দিবাগত রাতে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যু সম্পর্কে জানা যায়, লিভারের জ্বটিল সমস্যায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জ্বন। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকায় গত সপ্তাহে চিকিৎসকরা তার লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন। তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই গুণী নির্মাতা। জ্বনপ্রিয় এই নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করে বিভিন্ন মাধ্যমে বার্তা দিয়েছেন একাধিক অভিনেতা-নির্মাতা। এছাড়াও শোক প্রকাশ করেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, আকরাম খান, নাট্যকার মাসুম রেজাসহ অনেকে। প্রসঙ্গত, ২০১৪ সালে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন অঞ্জ্বন। প্রথম ছবিতেই ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জ্বন করেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত