ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বিমানবন্দরে মেজাজ্ব হারালেন সালমান

বিমানবন্দরে মেজাজ্ব হারালেন সালমান

বলিউডের ভাইজান সালমান খান। তিনি মাঝেমধ্যে ভক্ত-অনুরাগীদের আবদার পূরণ করার চেষ্টা করে থাকেন। মেজাজ্ব ভালো থাকলে সেলফি তোলার অনুরোধেও রাজি হয়ে যান। আবার ভক্তদের সামনে দেখলে, এক বার হলেও হাত নাড়তে ভুলেন না। সম্প্রতি সালমানের এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে। যা নিয়ে নেটিজেনদের মাঝে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। যেখানে সালমানকে মেজাজ্ব হারাতে দেখা যায়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বোন অর্পিতা খানকে সঙ্গে নিয়ে দিল্লি বিমানবন্দরে যাচ্ছিলেন। সেই সময় তাকে দেখতে পেয়ে অনুরাগীরা ছবি তোলার অনুরোধ করেন। কিন্তু কোনো এক অজানা কারণে সে সময় মুখে হাসি ছিল না সালমানের। সালমানের মুখের এই বিরক্তি ছাপ চোখে পড়েছে নেটিজেনদের। কারো মনে হয়েছে সালমন বেশ বিরক্ত। অনেকেরই আবার ধারণা সালমান আসলে ক্লান্ত, সেটাও ভুল নয়। অনেক দিন থেকে ট্রাভেল করছেন তিনি। আবার অনেকের মনে হয়েছে, বিমানযাত্রার দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে পড়েছেন ভাইজান।

প্রসঙ্গত, সালমান খান ১৯৮৮ সালে বিবি হো তো অ্যায়সি ছবির মাধ্যমে বলিউডে অভিনয় জীবন শুরু করেন, এতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তার দ্বিতীয় ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা প্রথম চলচ্চিত্র সুরজ্ব বড়জাত্যার প্রণয়মূলক নাট্য চলচ্চিত্র ম্যায়নে প্যায়ার কিয়া (১৯৮৯)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত