বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন ছিল অনেক দম্পতির কাছেই আদর্শ। কিন্তু দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য ভাঙতে চলেছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো গোবিন্দ ও সুনীতার সুখের স্বর্গে ভাঙন ধরেছে। এখন শোনা যাচ্ছে তাদের দুইজ্বনের নাকি ডিভোর্স হতে চলেছে। প্রথম জীবনে নিজের ক্যারিয়ারের কথা ভেবে গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সবার থেকে। বিবাহিত জানলে তার খ্যাতি কমে যাবে, এমনটাই ভাবতেন এই অভিনেতা। তবে বিয়ের বছর তিনেকের মাথায় সবাইকে জানান তিনি বিবাহিত। তার পর দীর্ঘ সময় একে অন্যের পাশে ঢাল হয়ে থেকেছেন। কিন্তু এখন তাদের দুইজ্বনার পথ দুদিকে বেঁকে গেছে। এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দণ্ডসুনীতা। তাদের ছাদ আলাদা, সম্প্রতি এমনটাই জানিয়েছেন সুনীতা। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা এ সব কথা জানানোর পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জ্বন শুরু। এ বার সেটাই সত্যি হতে চলেছে। এত বছরের সম্পর্কে ইতি টানতে চলেছেন গোবিন্দণ্ডসুনীতা। দীর্ঘদিন বলিউডে ‘সুখী দম্পতি’ হিসাবেই পরিচিত ছিলেন তারা।