অবশেষে ২ মাস ৫ দিন পর ‘দাগি’ সিনেমার শুটিংয়ের ক্যামেরা বন্ধ হলো। শিহাব শাহীন পরিচালিত, আফরান নিশো অভিনীত এই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার পরিচালক শিহাব শাহীন ১২ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছেন, ‘ইটস র্যাপ আপ’।
হ্যাশট্যাগে লিখেছেন ‘দাগি’। ভিডিওতে দেখা যায়, শুটিং শেষ হওয়ার খুশিতে নির্মাতাসহ বাকি কলাকুশলীরা দারুণ উচ্ছ্বসিত। সবাই একসঙ্গে হাত উঁচু করে, ‘ভি’ চিহ্ন দেখিয়ে সমস্বরে বলে ওঠেন, ‘র্যাপ আপ’! এরপর নিশো মজা করে বলেন, ‘সব মুখের ঝগড়ার সমাপ্তি। এখন থেকে হাতাহাতি হবে!’ বলা প্রয়োজন, গত বছরের ডিসেম্বর মাসে ‘দাগি’ সিনেমার শুটিং শুরু হয়। সে সময় আফরান নিশো বলেছিলেন, ‘আমি সব সময় গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে চাই। যেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেই দিক থেকে ‘দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য বেশে উপভোগ্য হবে সিনেমাটি।’ আফরান নিশো অভিনীত এটি দ্বিতীয় সিনেমা। তার প্রথম সিনেমা রায়হান রাফি নির্মিত ‘সুড়ঙ্গ’। এই সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছিলেন তমা মির্জা। সেই হিসেবে নিশো ও তমা জুটির দ্বিতীয় সিনেমা ‘দাগি’। ‘দাগি’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, রাশেদ মামুন অপু প্রমুখ। ‘দাগি’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।