ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

বিজ্ঞাপনে প্রথম একসঙ্গে সাঞ্জু ও মাহি

বিজ্ঞাপনে প্রথম একসঙ্গে সাঞ্জু ও মাহি

এবারই প্রথম একসঙ্গে একটি বিজ্ঞাপনে (শুধুমাত্র অনলাইনে প্রচারের জন্য) মডেল হিসেবে কাজ করেছেন। রাজধানীর গুলশানের নতুন যাত্রা শুরু হওয়া একটি কফি শপের বিজ্ঞাপনে তারা মডেল হিসেবে কাজ করেছেন। গতকাল থেকেই বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে। প্রচার শুরু হওয়ার পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন সাঞ্জু জন ও মাহি। সাঞ্জু জন বলেন, ‘মাহির সঙ্গে এটা আমার প্রথম কোনো কাজ। ভীষণ হল্পফুল মাহি। তাছাড়া বিজ্ঞাপনের পুরো টিমটাই আসলে খুব ভালো ছিল। যে কারণে কাজটাও ভালো হয়েছে। আমার মিডিয়া জীবন শুরু হয়েছিল ২০০৬ সাল থেকে। এরপর থেকে আজ অবধি আমি ২০/২৫টি বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করেছি। বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি আমি সিনেমাতেও অভিনয় করেছি। তবে নাটকে অভিনয় করা হয়নি। তবে এখন ভাবছি নাটকে যেহেতু ব্যাপক পরিবর্তন এসেছে, তাই নাটকেও অভিনয় করা যেতে পারে। দেখি ভালো গল্প এবং চরিত্র পেলে নাটকে কাজ করা শুরু করবো।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত