রাজধানীর উত্তরার ক্যামব্রিয়ান স্কুল অ্যা- কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর এলএলবি পড়ার জন্য ‘সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন দেশের জনপ্রিয় নাট্যাভিনেত্রী কেয়া পায়েল।
গত ২৭ ফেব্রুয়ারি এই রাজধানীর তেজগাঁওতে অবস্থিত সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনে অংশগ্রহণ করে এলএলবি সম্পন্ন করার সার্টিফিকেট ও একজন অভিনেত্রী হিসেবে ইউনিভার্সিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেন তিনি।
একই সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার জন্য সার্টিেিফকট গ্রহণ এবং সেই সঙ্গে সম্মাননা গ্রহণ করে ভীষণ উচ্ছ্বসিত কেয়া পায়েল। কেয়া পায়েল বলেন, ‘আমার পরিবারের সবসময়ই ইচ্ছে ছিল আমি অভিনয়ে নিয়মিত থাকি কিংবা না থাকি আমি যেন পড়াশুনাটা ঠিকঠাক মতো করে যাই। বিশেষত আম্মু যেমন আমাকে অভিনয়ে অনুপ্রেরণা দিতেন ঠিক তেমনি পড়াশুনাটাও যেন ঠিক মতো চালিয়ে যেতে পারি সে জন্যও ভীষণ সহযোগিতা করতেন সবসময়। যতোই কষ্ট হোক না কেন শুটিং শেষে আমি পড়াশুনাটাও ঠিকঠাক মতো করার চেষ্টা করেছি। যে কারণে এলএলবি সম্পন্ন করতে পেরেছি আমি।
আলহামদুলিল্লাহ, সমাবর্তনে অংশগ্রহণ করে ভীষণ ভালোলেগেছে। কারণ সার্টিফিকেট নেবার পাশাপাশি আমি বিশেষ সম্মাননাও গ্রহণ করি। আমার ইউনিভার্সিটি আমাকে ভীষণ ভালোবাসে।
আমিও আমার ইউনিভার্সিটির সব শিক্ষকদের ভীষণ শ্রদ্ধা করি। আমি গর্বিত যে আমি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। ধন্যবাদ আমার ইউনিভার্সিটিকে আমাকে বিশেষ সম্মাননায় ভূষিত করার জন্য। আমার পরিবারের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা সবসময় আমার পাশে থেকে সাহস দেবার জন্য, অুনপ্রেরণা দেবার জন্য।’ কেয়া পায়েল জানান আগামীকাল থেকে তিনি তৌসিফ মাহবুবের সঙ্গে মিফতাহ আনানের নির্দেশনায় একটি নাটকের কাজ করবেন। এছাড়াও তিনি এরই মধ্যে মহিমদুল মহিম, তৌফিকসহ আরো বেশ কয়েকজন নির্মাতার নাটকে অভিনয় করবেন।