ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রাজীব মণি দাসের ধারাবাহিক নাটক ‘ভেজাল কাদের’

রাজীব মণি দাসের ধারাবাহিক নাটক ‘ভেজাল কাদের’

বিয়ন্ড নেটওয়ার্ক এর ব্যানারে নির্মিত ঈদ-উল-ফিতরের ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ভেজাল কাদের’। রাজীব মণি দাসের রচনা এবং নাজনীন হাসান খানের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আখম হাসান, মৌসুমী হামিদ, তারেক স্বপন, রকি খান, রেবেকা রউফ, কাজী রাজু, আশরাফুল আশীষ, ফরিদ হোসাইন, ফাহমিদা রহমান তৃষা, এবি রশিদ প্রমুখ। নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘আমাদের সমাজে কেউ কিছু করতে গেলে প্রথমেই মানুষ তিরস্কার করা শুরু করে। এতে ঐ ব্যক্তি বাধাগ্রস্ত হয় এবং ক্ষেত্র বিশেষে তার গতিপথ থেকে সরে আসে। ভেজাল কাদের তার ব্যতিক্রম। সে অনড়, দৃঢ়প্রতিজ্ঞ। আর তাই পরামর্শ দিয়ে এক সময় সে সাকসেসও হয়। গল্পটি অন্যরকম। আশা করি দর্শকদের ভালো লাগবে’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত