‘বলবো না গো আর কোনোদিন’ এই গানেই ২০১৯ সালে দেশে বিদেশে বাউল সুকুমারের নাম ছড়িয়ে পরে। এক গানেই তারকাখ্যাতি লাভ করেন বগুড়ার সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রামে এক চালা টিনের ঘরে নীরবে নিভৃতে অতি সাধারণ জীবন যাপনে বসবাস করা সুকুমার বাউল। যার আসল নাম শ্রী সুকুমার চন্দ্র মহন্ত। ভালোবেসে কেউ তাকে যাকে বাউল সুকুমার নামে, আবার কেউ ডাকে সুকুমার রায় নামে আবার কেউ ডাকে সুকুমার দাস নামে। এই নিয়ে তার কোনো আক্ষেপ নেই। সুকুমার বাউলের একটাই কথা, শুধু ‘সুকুমার’ নামটি ঠিকঠাক মতো বললেই হলো। ‘বলবো না গো আর কোনোদিন’র পরে বাউল সুকুমারের কণ্ঠে আরো বেশ কয়েকটি গান দারুণ জনপ্রিয়তা পেয়েছে। যেমন ‘আপন মানুষ চেনা বড়ই দায়’, ‘মানুষ বড়ই স্বার্থপর’সহ আরো বেশকিছু মৌলিক গান। ‘বলবো না গো আর কোনোদিন’ তার নিজের লেখা ও সুর করা গান। নিজের লেখা ও সুর করা এই গানটি ১৫ বছর আগের লেখা, সুর করা। ২০১৯ সালে গানটি ঈগল’র ইউটিউব চ্যানেলে প্রকাশের আগে আরো একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। তবে ২০১৯-এ প্রকাশের পর এক গান দিয়েই ব্যাপক সাড়া ফেলেন সুকুমার বাউল। তারকা জীবন নিয়ে তার কোনো উচ্ছ্বাস নেই। তার ভাষ্যমতে তিনি গানটাই করে যেতে চান আজীবন। ১৯৫৬ সালে জন্ম নেয়া সুকুমার বাউল তার দাদু প্রভু বৈরাগীর হাত ধরেই গানের ভুবনে পথচলা। গানে তার বাবা সুভাষ চন্দ্র মহন্ত ও মা শ্রীমতি সুভাষী রাণীর পূর্ণ সমর্থনও ছিল বলে জানান সুকুমার বাউল। দাদুর কাছে গানে তালিম নেবার পর তিনি কিচ্ছা গানে তালিম নেন ওস্তাদ চান বয়াতীর কাছে।