চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৭তম আসরে চলছে বিজয়ীদের নাম ঘোষণা। বাংলাদেশ সময় গতকাল সোমবার ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে শুরু হয়েছে এ নাম ঘোষণা। জানা গেছে, এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এর মধ্যে ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’ ও ‘দ্য ব্রুটালিস্ট’ উল্লেখযোগ্য। এসবের মধ্যে ‘এমিলিয়া পেরেজ’ সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে। আয়োজনের প্রথম পুরস্কারটি পেয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন। সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার হাতে কিয়েরান কালকিন। এছাড়া ‘এমিলিয়া পেরেজ’ চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় তিনি তার মা ও বোনকে স্যালুট জানান এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন। আসরের সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় দারুণ অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে ‘আনোরা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মাইকি ম্যাডিসন। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য অ্যাড্রিয়েন ব্রডি সেরা অভিনেতার অস্কার জিতেছেন। সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার পেয়েছেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন ও তার পুরো টিমকে ধন্যবাদ জানান।