ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রিয়া বর্মণের প্রত্যাশা

রিয়া বর্মণের প্রত্যাশা

রিয়া বর্মন, এরই মধ্যে কাজ করেছেন বেশিকিছু নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে। নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই তিনি মিডিয়ার সঙ্গে সর্ম্পক্ত। সেই সময় বিটিভিতে ছোটদের অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি। এরপর এসএসসি, এইচএসসি এবং তার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ব্যস্ত ছিলেন রিয়া বর্মণ। পড়ছেন রাজধানীর আফতাব নগরে অবস্থিত ‘ইস্টওয়েস্ট ইউনির্ভাসিটিতে ‘পপুলেসন অ্যা- পাবলিক হেলথ সায়েন্সেস’ বিষয়ে। বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার ভীষণ চাপ থাকে বিধায় নিয়মিত কাজ করার ইচ্ছে থাকলেও নাটকে নিয়মিত অভিনয় করার সুযোগটা হয়না রিয়া বর্মনের। ‘স্টে সেফ’ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা দিয়ে তার আবারো কাজ করা শুরু। নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ও শুরু করেন তপু খানের নির্দেশনায় আরটিভির একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। ২০২৪-এ গ্রামীণ ফোনের ‘স্বপ্ন যাবে বাড়ি’ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে আলোচনায় আসেন রিয়া। এরপর ‘ইয়ামাহা’, ‘আরএকে’, ‘ওপপো’, ‘এসএমসির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় আসেন তিনি। তার অভিনীত সাম্প্রতিক আলেচিত নাটক হলো মাবরুর রশীদ বান্নাহর ‘ব্যাড অ্যাস সিজন টু’। এরই মধ্যে তিনি তন্ময় খানের পরিচালনায় ‘রমজানের দিনগুলিতে অভিনয় করেছেন রিয়া বর্মণ। এই নাটকটি নিয়ে ভীষণ প্রত্যাশা রিয়ার। মিডিয়াতে পথচলা প্রসঙ্গে রিয়া বর্মণ বলেন, ‘আমার নাম রিয়া বর্মণ বিধায় অনেকেই মনে করেন আমি ইণ্ডিয়ান।

কিন্তু আমি বাংলাদেশি মেয়ে। আমার স্বপ্ন একজন ভালো মানুষ হওয়া একজন সফল মানুষ হবার। যদি ঠিকঠাক মতো পড়াশুনাটা শেষ করতে পারি তাহলে হয়তো বা এমন কিছু করবো যা অনেকের কাছে অনুপ্রেরণার হয়ে থাকে দৃষ্টান্তের হয়ে থাকে। প্রবল ইচ্ছে আছে একজন সুঅভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পাবার। এরই মধ্যে আমি তন্ময় খানের রমজানের দিনগুলি নাটকে অভিনয় করেছি। গল্পটা খুব চমৎকার। আমার চরিত্রটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। নাটকটি শিগগিরই প্রচারে আসবে।’ উল্লেখ্য, রিয়া বর্মন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ’র ‘দাগা’ গানে মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছিলেন। এছাড়াও ভারতের গায়ক রাঘবের ‘যতন করে দুঃখ দিও’ গানেও মডেল হয়েছেন তিনি। এরই মধ্যে বেলাল খানের একটি গানের ভিডিওতে মডেল হয়েছেন। শিগগিরই প্রকাশ পাবে। ২৪ নভেম্বর জন্ম নেয়া নারয়ণগঞ্জে বেড়ে উঠা রিয়া বর্মণের টুইন সিস্টার কেয়া বর্মন ২০২১ এ মারা যায়। এটা তাদের পরিবারের ভীষণ কষ্টের একটি বিষয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত