জিদান সরকার, মিডিয়াতে তার শুরুটা হয়েছিল সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে। তবে এখন টিভি নাটকে অভিনয় নিয়েই ব্যস্ত তিনি। তার অভিনীত প্রচারিত বেশকিছু ভালো ভালো গল্পের নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। এরই মধ্যে আগামী ঈদে প্রচারের জন্য পারিবারিক গল্পের নাটক ‘দিনবদল’-এ অভিনয় করেছেন তিনি। নাটকে তিনি বড় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন। তারই ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের নতুন প্রিয় মুখ সিয়াম মৃধা। যিনি এরই মধ্যে বেশকিছু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন ফাতেমা হীরা, রাবিনা রাফিন। এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুজন আহমেদ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিদান সরকার বলেন, ‘দিনবদল একটি পারিবারিক গল্পের নাটক। আমার ছোট ভাই ওসমানের চরিত্রে অভিনয় করেছে সিয়াম মৃধা। ঘটনাক্রমে একটা সময় পুলিশ আসে ওসমানকে ধরতে। গল্পের ধারাবাহিকতায় ধার্মিক মেয়ে আয়েশার সঙ্গে ওসমানের পরিচয় হয়। তার কাছেই ওসমান ওয়াদা করে ভালো হয়ে যায়। এমনই গল্পে নির্মিত হয়েছে দিনবদল নাটকটি। নাটকে সবাই যার যার চরিত্রে বেশ ভালো অভিনয় করেছেন। সমসাময়িক গল্পের নাটক হিসেবে নাটকটি র্দশকের ভালোলাগবে আশা করি।’ সিয়াম মৃধা বলেন, ‘দিনবদল নাটকটির মূল গল্পটাকে আমাকে ঘিরেই। আমি যথারীতি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। আশা করছি ভালোলাগবে দর্শকের। ২০১৮ সালে ‘ভেরি স্মার্ট’ নাটকে প্রথম অভিনয় করেন রাবিনা। এরপর আরো বহু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি। রাবিনা রাফিন বলেন, ‘দিনবদল নাটকটা খুব ভালো হয়েছে। ভীষণ প্রত্যাশা আমার নাটকটি নিয়ে।’ রাবিনা কিছুদিনের মধ্যে আদিত্য জনি, রাশেদ জামানসহ আরো বেশ কয়েকজন পরিচালকের নাটকে অভিনয় করবেন। ২০০৫ সালে ‘বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী’ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন ফাতেমা হীরা। তার অভিনীত প্রথম নাটক সাদেক সিদ্দিকী পরিচালিত ‘একটি সুন্দর সকালের জন্য’। ‘দিনবদল’এ অভিনয় প্রসঙ্গে ফাতেমা হীরা বলেন, ‘মাঝে অভিনয়ে একটা দীর্ঘ বিরতি ছিল। ২০২১ থেকে আবারো অভিনয়ে নিয়মিত হয়েছি আমি। দিনবদল-এর গল্পটা সুন্দর। খুউব ভালো একটি কাজ হয়েছে।’ ফাতেমা হীরা অভিনীত আল হাজেন পরিচালিত ‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিক নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে।