ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

অর্ধশতাধিক মৌলিক গানের শিল্পী রাবেয়া সেতু

অর্ধশতাধিক মৌলিক গানের শিল্পী রাবেয়া সেতু

‘বাংলার গায়েন’ নামের রিয়েলিটি শোর কথা সবারই মনে থাকার কথা। এই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে বেশ আলোচনায় চলে এসেছিলেন নরসিংদীর মেয়ে সঙ্গীতশিল্পী রাবেয়া সেতু। ২০২০ সালে করোনাকালীন সময়ে হওয়া এই রিয়েলিটি শোর প্রতি সারা দেশের দর্শকের বিশেষ মনোযোগ ছিল। কারণ করোনাকালীন সময়ে যেখানে ঘর থেকেই কেউ বের হতে চাইতেন না। কিন্তু সেই সময়টাকে চ্যালেঞ্জ্ব হিসেবে নিয়ে প্রতিযোগিরা এই ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। আর এই রিয়েলিটি শোতেই অংশগ্রহণ করে ফার্স্ট রানার আপ হয়েছিলেন রাবেয়া সেতু। তার বাবার নাম রহমত উল্লাহ ও মায়ের নাম শিখা বেগম। রাজ্বধানীর সঙ্গীত কলেজে সঙ্গীত বিষয়ে অনার্স করছেন রাবেয়া সেতু। তার গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর থানার ছোটাবন্দ গ্রামে। পাঁচ বছর বয়স থেকেই নরসিংদীর শিল্পকলা একাডেমিতে গান শিখেছেন। পল্লীগীতি, নজ্বরুল, ও উচ্চাঙ্গ সঙ্গীতে একাডেমিতে তালিম নিয়েছেন তিনি। এরপর নিতাই সাহা ও হরিমোহন দেবনাথের কাছে গানে তালিম নেন তিনি। ২০১২, ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালে রাবেয়া সেতু জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় গান গেয়ে পুরস্কৃত হন। এখন পর্যন্ত অর্ধ শতাধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যারমধ্যে বিশেষত উল্লেখযোগ্য হলো এ মিজানের লেখা ও শওকত আলী ইমনের সুরে ‘সাড়ে তিন হাত’, জ্বসীম উদ্দিন আকাশের লেখা ও শওকত আলী ইমনের সুরে ‘নগরের জাদুকর’, আহমেদ খসরুর লেখা ও দেলোয়ার শাহনেওয়াজের সুরে ‘বৈদেশি বন্ধু’, বাউল কবি শ্রাবণ কাজী শাহের কথা ও সুরে ‘পীরিতের বাজারে আগুন লাগছেসহ আরো বেশকিছু গান। সম্প্রতি রাবেয়া সেতু বরিশাল, রংপুর, কুমিল্লা, গাজীপুর, নরসিংদী ও ঢাকাতে স্টেজ্ব শোতে অংশগ্রহণ করে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন।

রাবেয়া সেতু জানান, আসছে ঈদেও তার নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। রাবেয়া সেতু বলেন, ‘একজ্বন পেশাদার শিল্পী হিসেবে বাংলার গায়েন আমাকে একটি প্লাটফরম তৈরি করে দিয়েছে, যাতে আমি আমার নিজেকে গানের ভুবনে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। এ জ্বন্য বাংলার গায়েনের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আমার জেলা শিল্পকলা একাডেমি, আমার দুই গানের গুরু, বাংলার গায়েনের সব বিচারকরাসহ আমাকে যারা সবসময় অনুপ্রেরণা দিয়ে এসেছেন। পরম কৃতজ্ঞতা আমার বাবা মা ও আমার বোনের কাছে। গানে বিষদ জেনে বুঝেই নিজেকে একজ্বন সত্যিকারের সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সবার দোয়া আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই।’

আগামী ঈদে ‘চাঁদ রূপসী কন্যা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার শাহ নেওয়াজ্ব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত