আগামী ঈদে মাছরাঙ্গা টিভিতে প্রচারের জ্বন্য নির্মিত হয়েছে বৃন্দাবনর দাসের রচনায় ও সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মধুমালা’। নাটকটির অন্যতম একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই প্রজ্বন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী লাবণ্য লিজা। সকাল আহমেদের নির্দেশনায় এই ধারাবাহিকে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত লাবণ্য লিজা। লিজা বলেন, ‘অভিনয় আমার পেশা। এখন মনে প্রাণে অভিনয়কে ভালোবাসি। যে কারণে যখন ক্যামেরার সামনে দাঁড়াই তখন চেষ্টা থাকে ভালোভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে। বলা যায় নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জ্বই কাজ্ব করে আমার মনে। মধুমালা সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকটিতে আমি আমার চরিত্রটি শতভাগই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভীষণ ভালোলাগবে।’ এই ধারাবাহিকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রাণ রায়। লাবণ্য লিজা জানান, সকাল আহমেদের পরিচালনায় ‘বিশ্বাস বনাম সরকার’ শিরোনামের আরো একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন যা শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে। এছাড়াও লাবণ্য রিঝা অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন পরিচালিত ধারাবাহিক নাটক ‘পাগলা হাওয়া’, তাইফুর জাহান আশিকের ‘মাথা গরম ফ্যামিলি’, ‘ফাউল জামাই’, শামীম জামানের ‘সাদী মোবারক’। লাবণ্য লিজা, অভিনীত একমাত্র সিনেমা রয়েল খানের ‘গেম রিটার্ণ’। এরমধ্যে লাবণ্য রিঝা ‘মায়ের গল্প’, ‘মায়ের বাড়ি’ মনির হোসেইন পরিচালিত এই সিক্যুয়াল নাটকগুলোতে অভিনয় করেও বেশ আলোচনায় এসেছেন। আগামী ঈদেও এই সিক্যুয়াল নাটকে দেখা যাবে বলে জানালেন তিনি।