ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

মডেলিংয়ে সেঞ্চুরির পথে মুকিত জাকারিয়া

মডেলিংয়ে সেঞ্চুরির পথে মুকিত জাকারিয়া

মুকিত জাকারিয়া, একাধারে একজন অভিনেতা, মডেল। একটা সময় একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকুরী করলেও পরবর্তীতে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। নাটকেও অভিনয় শুরু করেন। যে কারণে পরবর্তীতে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা এবং অভিনয় করাই তার পেশা হয়ে দাঁড়ায়। নোয়াখালীর সন্তান মুকিত জাকারিয়ার বাবার চাকরিসূত্রে জন্ম চট্টগ্রামে। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথম মুকিত জাকারিয়াকে বাংলালিংকের মিসকল মফিজ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। এরপর থেকে আজ অবধি তাকে ৯৬টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা যায়। তার ভাষ্যমতে প্রায় প্রতিটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে তিনি অভূতপূর্ব সাড়া পেয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত