ঢাকা সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

রেহানে আগ্রহ বেড়েছে দর্শকের

রেহানে আগ্রহ বেড়েছে দর্শকের

গত বছরের শেষপ্রান্তে বাংলাদেশের অভিনয়ের দুনিয়ায় আরো একজন অভিনেতার পুরোদমে অভিষেক হয়। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘যুগল’ নাটকে গল্পের প্রধান একটি চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে সবার চোখে পড়ার মতোই অভিষেক হয় তার। নাটকে তার বিপরীতে ছিলেন প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা। তবে ২০১৯ সালে মিডিয়াতে কজাজ শুর করা এই নবাগত আলোচিত অভিনেতার কাজের শুরু ফ্যাশন ইণ্ডাষ্ট্রিতে। ভিকি জাহেদ’র নির্দেশনায় ‘আরারাত’ সিরিজে তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন। মিনারের ‘রঙ্গিন’ গানের মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে অভিনয় করেছিলেন। তবে ‘যুগল’ এ অভিনয় করেই তিনি আলোচনায় আসেন।

তিনি টাঙ্গাইলের সন্তান অল্প সময়েই দর্শকের ভীষণ প্রিয় হয়ে উঠা ফররুখ আহমেদ রেহান। গত ভালোবাসা দিবস উপলক্ষেই ‘বিঞ্জ’এ প্রকাশ পেলো তার অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ‘নীল সুখ’ নাটকটি। এই নাটকে রেহান অভিনয় করেছেন প্রজন্মের অন্যতম শীর্ষ নাট্যাভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত বছরের শেষপ্রান্তে নাজনীন নীহার সঙ্গে ‘যুগল’ এ অভিনয় করেই আলোচনায় থাকতে থাকতেই ‘নীল সুখ’-এ মেহজাবীনের বিপরীতে বেশ সাবলীল অভিনয় করে দর্শকের কাছে দারুণ গ্রহনযোগ্যতা পেয়েছেন রেহান। ‘নীল সুখ’-এ অনবদ্য অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি। যে কারণে নির্মাতারাও তাকে নিয়ে আগামী ঈদে প্রচারের জন্য নাটক নির্মাণে প্রবল আগ্রহ প্রকাশ করছেন। তবে রেহান আগাতে চান একটু বুঝে শুনে। হুটহাট টানান অনেকগুলো নাটকে কাজ করতে চাচ্ছেন না তিনি। রেহান বলেন, ‘নীল সুখে এদেশের কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। প্রতিনিয়ত নানান মাধ্যমে এই নাটকে অভিনয়ের জন্য অভূতপূর্ব সাড়া পাচ্ছি।

এটা আমার কাছে রীতিমতো স্বপ্নের মতো। আমি আমার নিজেকে যতোটা পারফেক্টলি পারা যায় উপস্থাপনের চেষ্টা করেছি। ভিকি জাহেদ ভাই, মেহজাবীন আপু আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। তাদের কাছে আমি ঋণী।

নীল সুখের পর বেশকিছু কাজের ব্যাপারে আলাপ চলছে। এরমধ্যে শামীম ভাই, রাকিব ভাই, তারিক ভাইয়ের নাটকে কাজ করার ব্যাপারে প্রায় চূড়ান্ত। তবে কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি বিস্তারিত বলতে পারছি না।

কারণ আমার কোআর্টিস্টের সঙ্গে সিডিউল মেলানোরও একটা বিষয় আছে। তবে যে কাজই করবো একটু বুঝে শুনে ভালো কাজটাই করতে চাই। আমি একটু ভালো গল্পের কাজই করতে চাই, যে গল্পে দর্শকের আগ্রহ থাকবে।’ এদিকে রেহান আগামী ঈদ উপলক্ষ্যে এরই মধ্যে ফ্যাশন হাউজ ‘ইনফিনিটি’, ‘লারিভ’, ‘টপটেন’, ‘ক্লাব হাউসের মডেল হিসেবে ফটোশ্যুটে অংশ নিয়েছেন। আগামী কয়েকদিনে আরো কয়েকটি হাউজের কাজ করবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত