বলিউডের মাসালা সিনেমার ভিড়ে খানিকটা অন্য ধরনের কাজের কথা উঠলেই আসে আমির খানের নাম। বাণিজ্যিক ঘরানার সঙ্গে সামাজিক প্রভাবের মিশ্রণে গল্প বলার ধরনকে নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি। বক্স অফিসে বলিউডের প্রথম ১০০ কোটি, ২০০ কোটি ও ৩০০ কোটির মাইলফলক তার গড়া। আমিরকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট।
১৪ মার্চ ৬০ বছর পূর্ণ হবে অভিনেতার। আমির খানের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র উৎসবের। ‘আমির খান : সিনেমা কা জাদুকর’ শিরোনামের উৎসবটি আয়োজন করেছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স। আমির খান: সিনেমা কা জাদুকর উৎসবে প্রদর্শিত হবে আমির খান অভিনীত পাঁচটি সিনেমা। সিনেমাগুলো হলো ‘কেয়ামত সে কেয়ামত তক’, ‘লগান’, ‘তারে জামিন পার’, ‘থ্রি ইডিয়টস’ ও ‘দঙ্গল’।