টিভি নাটকে, সিনেমায় এবং ওটিটি প্লাটফরমের একজন অনবদ্য অভিনেতা শ্যামল মাওলা। একটা সময় টিভি নাটকেই তার ব্যস্ততা ছিল বেশি। সিনেমাতেও অভিনয় করে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। এখন ওটিটি প্লাটফরমেই কাজ বেশি করেন তিনি। দর্শকের কাছে প্রিয় একজন অভিনেতা হয়ে উঠেছেন তিনি। স্ক্রিণে শ্যামল মাওলার উপস্থিতি, তার চোখের এক্সপ্রেশন, তার সংলাপ প্রক্ষেপণ তার সমসাময়িক অনেক অভিনেতার চেয়ে আলাদা। যে কারণে তার চরিত্রগুলোও হয়ে উঠে ভিন্নরকম। আবার টিভি নাটকেই জনপ্রিয় হয়ে উঠেছেন সাবিলা নূর। হয়ে উঠেছেন এই প্রজন্মের একজন শীর্ষ অভিনেত্রী। তিনিও ওটিটি প্লাটফরমে কাজ করেও আলোচনায় এসেছেন। গত বছরের শেষপ্রান্তে শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন। শ্যামল মাওলা ও সাবিলা নূর এবারই প্রথম একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মাকড়শা’। এটি আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। নির্মাণ করেছেন রাগীব রায়হান পিয়াল। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা পিয়াল শ্যামল মাওলা ও সাবিলা নূরের অভিনয় ভীষণ খুশি। তাদের নিয়ে কাজ করেও তিনি ভীষণ উচ্ছ্বসিত। সাবিলা নূর বলেন, ‘সাসপেন্স আর থ্রিলারেই গল্প এগিয়ে যাবে। শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত। মাকড়শার গল্প এবং আমার চরিত্রটি খুউব ভালোলেগেছে। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি ভালোলাগবে দর্শকের।’ পরিচালক পিয়াল বলেন, ‘নাটকে প্রথমবার তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন। দুজনই এককথায় দারুণ অভিনয় করেছেন। আমি খুবই আশাবাদী মাকড়শা নাটকটি নিয়ে। কারণ আমার বিশ্বাস গল্পটা যেমন একেবারেই অন্যরকম, সেই সঙ্গে তারা দুজন যেমন দুর্দান্ত অভিনয় করেছেন তাতে দর্শকও ভীষণ মুগ্ধ হবেন।’ এরই মধ্যে অনলাইনে প্রচারে এসেছে শ্যামল মাওলার নতুন ওভিসি ‘গোল্ডেন প্লাস টিভি’। এটি নির্মাণ করেছেন মোস্তফা তারিক হাদী। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। যা আইস্ক্রিনে দেখা যাচ্ছে। এই সিনেমার গল্প এমন যে একটার পর একটা খুন হয়। কিন্তু খুনী ধরা পড়ে না। রিপোর্টার শ্রাবণী কী পারবে এই খুনের রহস্য উন্মোচন করতে। এটা জানতেই দেখতে হবে শ্যামল মাওলা অভিনীত ‘আগন্তুক’ সিনেমাটি। এদিকে বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে শ্যামল মাওলা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম শহরের পাথর’। এটি নির্মাণ করেছেন রুমান রুনি। এদিকে গেলো বইমেলায় সাবিলা নূরের লেখা প্রথম বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘ভালোবাসা অতঃপর’। বইটিতে দশরকমের দশটি গল্প আছে বলে জানান সাবিলা। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে।