ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তেমনি ওটিটি প্ল্যাটফরমগুলোতেও আসছে নতুন বেশ কিছু কনটেন্ট। ওটিটিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজের মধ্যে আলোচিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটির মাধ্যমে দেশের আনাচে-কানাচে পৌঁছে গেছেন এর দুই অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান ও রাফিয়াথ রশিদ মিথিলা। এই ঈদে চরকিতে আসতে চলেছে আলোচিত এই সিরিজের দ্বিতীয় কিস্তি। পরিচালনায় শিহাব শাহীন। এদিকে ‘হইচই’ নিয়ে আসছে ‘জিম্মি’ শিরোনামের একটি সিরিজ। আশফাক নিপুন পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন জয়া আহসান। সিরিজে জয়াকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। যিনি ১০ বছর ধরে কোনো প্রমোশন পান না। স্বামী-স্ত্রীর টানাটানির সংসারে উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোর রুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়েন তিনি। এ ছাড়া ‘বঙ্গ’তে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্টিক এবং কমেডি গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেছেন- পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ।