ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

‘টেফ কুইন্সল্যান্ড’র থিম সং নিয়ে রাজা বশির

‘টেফ কুইন্সল্যান্ড’র থিম সং নিয়ে রাজা বশির

বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদের দুই সুযোগ্য সন্তান হোমায়রা বশির ও রাজা বশির বাবার গানকে প্রজন্মের পর প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে নানানভাবে চেষ্টা করে যাচ্ছেন। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে তারা দুজনই নানান সময়ে তাদের বাবার বিখ্যাত গানগুলো পরিবেশন করার মধ্যদিয়ে তারা বর্তমান প্রজন্মের শ্রোতা দর্শককেও মনে করিয়ে দিতে চান এই দেশের একজন জনপ্রিয় কিংবদন্তী সঙ্গীতশিল্পী ছিলেন তাদের বাবা বশির আহমেদ। বশির আহমেদের যোগ্য সন্তান রাজা বশির এবার ‘নেটফ্লিক্সের সিনেমা ‘সান সার্ফ অ্যা- সা- (Sun, Surf and Sand) -এর সঙ্গীত পরিচালনার কাজ করছেন। রাজা জানান এটা প্রায় দুই বছর মেয়াদি একটি কাজ। এরই মধ্যে তিনি এই সিনেমার সঙ্গীত পরিচালনার কাজ শুরু করে দিয়েছেন। তবে রাজা আরো অনেক বেশি উচ্ছ্বসিত ও আনন্দিত অষ্ট্রেলিয়ার ‘টেফ কুইন্সল্যা-’ ইউনিভার্সিটির ‘থিম সং’র কাজ নিয়ে। একজন বাংলাদেশি হিসেবে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ের থিম সং-এর কাজ পাওয়া ভীষণ গর্বের বিষয়ই মনে করেন তিনি। ‘টেফ কুইন্সল্যা-’ ইউনির্ভার্সিটি মূলত একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। সেখান থেকে রাজা বশির কিছুদিন আগে সাউ- প্রোডাকসনের উপর ডিপ্লোমা সম্পন্ন করেছেন। নেটফ্লিক্সের সিনেমার সঙ্গীত পরিচালনা ও ‘টেফ কুইন্সল্যা-’ ইউনিভার্সিটির থিম সং করা প্রসঙ্গে রাজা বশির বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমার বড়বোন হোমায়রা আপার অনুপ্রেরণায় এবং আমার টেফ কুইন্সল্যা- ইউনিভার্সিটির সবার ভালোবাসায় আমি বেশ ভালোভাবে ডিপ্লোমা সম্পন্ন করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত