ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ভয়ঙ্কর রূপে ‘অ্যালেন স্বপন’

ভয়ঙ্কর রূপে ‘অ্যালেন স্বপন’

‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’ সংলাপ দিয়ে শেষ হয়েছিল দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’।

রহস্য রেখে শেষ হয়েছিল সিরিজটি। শেষ দৃশ্যে মুখ ঢাকা একজনের সঙ্গে কথা বলছিলেন স্বপন। কে সেই মুখ ডাকা মানুষ? কেনই বা স্বপনকে খুঁজছিলেন তিনি? এমন আরও কিছু প্রশ্ন রেখে শেষ হয়েছিল ‘অ্যালেন স্বপনকে নিয়ে নির্মিত প্রথম সিরিজ। সেসব জট এবার খুলতে যাচ্ছে। চলে এসেছে মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এর ঘোষণা। গতকাল দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিজন-২ মুক্তির বিষয়ি নিশ্চিত করা হয়েছে। ঈদুল ফিতরেই সিরিজটি দেখতে পারবেন দর্শকরা। অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি আর পরনে সাফারি।  ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, আমার চারশো কোটি টাকা কোথায়? এর পরেই মুখ খোলেন অ্যালেন স্বপন, বলেন, আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত