টিজার দিয়ে দর্শকের মন জয় করেছে শাকিব খানের ‘বরবাদ’। মুগ্ধতা ছড়াচ্ছে মুক্তিপ্রতিক্ষীত এ ছবির গান ‘দ্বিধা’। সদ্য প্রকাশিত এ গানটি এরই মধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে চলে এসেছে। এর আগে টিজার প্রকাশের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছিল গান প্রকাশের তারিখ। নির্ধারিত সময় অনুযায়ী গত শুক্রবার সন্ধ্যা ৭টায় আসে গানটি। ইনামুল তাহসিনের কথায় গানটির সুর সংগীত ও কণ্ঠ প্রীতম হাসানের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রীতমের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি দেখেছেন এক মিলিয়নের অধিক দর্শক। ফলে ট্রেন্ডিং শীর্ষে উঠে এসেছে ‘দ্বিধা’। ‘বরবাদ’ এর প্রযোজনা সংস্থা রিয়্যাল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়েছে গানটি। সেখানে দেখেছেন প্রায় সাড়ে তিন লাখ দর্শক। সহজ অথচ ব্যতিক্রম কথার এ গানটিতে ইধিকা পাল ও শাকিব খানের রসায়ন মনে ধরেছে নেটিজেনদের। প্রশংসিত হয়েছে গানের দৃশ্যায়ন। নজর কেড়েছে শাকিব-ইধিকার নান্দনিক উপস্থাপন। সেসবের প্রশংসা করে মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আমি কি দেখলাম শাকিব খান তো পুরাই আগুন! এক কথায় অসাধারণ।’ অন্যজন লিখেছেন, ‘যতই দিন যাচ্ছে ততই মুগ্ধ হচ্ছি। আমাদের মেগাস্টার বলে কথা।’ অন্য একজনের মতে, ‘রেকর্ডের আরেক নাম মেগাস্টার শাকিব খান।’ ‘বরবাদ’ ছবিতে শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, টলিউড অভিনেতা যীশু সেনগুপ্তসহ আরও অনেকে।