ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

একের পর এক নতুন গান নিয়ে তানজিন মিথিলা

একের পর এক নতুন গান নিয়ে তানজিন মিথিলা

এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেলো এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা’র নতুন গান ‘কথা দিলাম’। এই গানে তার সহশিল্পী অমি। গানটি লিখেছেন এম এ আলম শুভ। সুর করেছেন সজিব। গানটি বেশ শ্রুতিমধুর বলে গানটি শ্রোতা দর্শকের মধ্যে অল্প সময়েই বেশ সাড়া ফেলেছে। এরইমধ্যে মিথিলা বিটিভিতে প্রচারের জন্য ‘কী আশ্চর্য বলতো’ শিরোনামের একটি গান গেয়েছেন। দুইদিন আগেই বিটিভির একটি অনুষ্ঠানে প্রচারের জন্য মিল্টন খন্দকারের সুর সঙ্গীতে এই গানে কন্ঠ দিয়েছেন মিথিলা। এই গানটি নিয়ে তিনি ভীষণ আশাবাদী। এরইমধ্যে মিথিলা’র ‘হৃদয়ের আয়না’ নাটকেও ‘হৃদয়ের আয়না’ শিরোনামে একটি গান গেয়েছেন। এই গানটিও ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে।

নতুন নতুন মৌলিক গান, নাটকের গান নিয়েই বেশি ব্যস্ত মিথিলা। এরইমধ্যে একটি নতুন প্রোজেক্ট’র সাতটি গান গাওয়ার কথা রয়েছে। এরইমধ্যে গেলো শনিবার সন্ধ্যায় এই প্রজেক্টের তিনটি গানে ভয়েজ দিয়েছেন। আরো চারটি গানে ভয়েজ দিবেন শিগগিরই। সবগুলো গান ভয়েজ দেবার পর এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানান তানজিন মিথিলা। তবে মিথিলা জানান, নতুন যে সাতটি গানে ভয়েজ দিচ্ছেন তিনি তারমধ্যে কয়েকটি গানের কথা ও সুর নিয়ে তিনি ভীষণ আশাবাদী। তার ভাষ্যমতে ভাইরাল নয় বরং শ্রোতা দর্শকের মনে গেঁথে যাবার মতো গান হচ্ছে এই প্রজেক্টে।

এরইমধ্যে ‘বাংলাদেশ মেকাপ আর্টিস্ট এসোসিশেন’ থেকে সম্মাননা সূচক অ্যাওয়ার্ডেও ভূষিত হয়েছেন মিথিলা। যে কারণে বেশ উচ্ছ্বসিত তিনি। তানজিন মিথিলা বলেন,‘ কথা দিলাম গানটার জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। বিভিন্ন প্লাটফরমে গানটি নানানভাবে ভিডিও আকারেও অনেকে প্রকাশ করছেন। যে কারণে গানটি ছড়িয়ে পড়ছে। নিজের গাওয়া কোনো গানের প্রতি যখন শ্রোতা দর্শকের মধ্যে ভালোলাগার সৃষ্টি করে তখনই আসলে শিল্পী হিসেবে নিজেকে স্বার্থক মনে হয়। বিটিভিতে প্রচারের জন্য মিল্টন ভাইয়ের সুর সঙ্গীতে যে গানটি করেছি এই গানটিও খুব শ্রুতিমধুর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত