ঢাকা মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ঈদে শহীদুজ্জামান সেলিমের তিন সিনেমা

ঈদে শহীদুজ্জামান সেলিমের তিন সিনেমা

এবার রোজার ঈদেও মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। সবচেয়ে বেশি আলোচনায় আছে শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’ ও আফরান নিশোর ‘দাগি’। কোন সিনেমা সেরা হবে তা নিয়ে নায়কদের ভক্তদের মধ্যে বাক্?যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই তিন সিনেমার একটি বিষয়ে দারুণ মিল রয়েছে। সেটি হলো, তিন সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। সিনেমা তিনটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তবে এক ঈদে একাধিক সিনেমা মুক্তি পাওয়ায় চাপের মধ্যে আছেন বলেও জানালেন। ঈদের তিন সিনেমা নিয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘তিনটিই ভালো গল্পের সিনেমা। বরবাদের গল্প একেবারে চেনা। দেখার পর অনেকেই বলবে, এটা নিয়ে আরও আগে সিনেমা বানানো দরকার ছিল। এত দিন হয়তো কেউ সাহস পায়নি। অন্যদিকে প্রেমের গল্পে তৈরি হয়েছে দাগি। এর মধ্যে নানা ঘাত-প্রতিঘাত সবকিছুই আছে। আর জংলির গল্পটি খুব মানবিক। সবদিক দিয়ে বিবেচনা করলে তিনটি সিনেমার প্রধান হলো গল্প। এতে যারা অভিনয় করেছেন তাঁরাও স্বনামধন্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত